Friday 16 October 2015

FC Goa banged on the target

  FC Goa came back to winning ways, with a comfortable 3-1 victory over  NorthEast United, handing them their 3rd defeat in as many matches  .FC Goa manager Zico made 5 changes to the side that encountered a 4-0 home loss to Chennayin Fc last match and the rotation of the squad proved to be a key factor in their victory, specially Bikramjit Singh was really impressive as he did well to give support to the feeble FC Goa defense . NEUFC started well, going ahead early in the 12th minute when Francis Dadzie scored from a brilliant cross from Sanju Pradahan but FC Goa got two back-to-back goals with goals first from Lucca  and then a smooth finish by Reinaldo ,which got them the lead. The third and the last goal of FC Goa was scored by super sub Mandar Desai from a beatiful ball by Moura,on the 70 minute. Mandar replaced Hero Of The Match Joffre and went on to score the goal within minutes of his coming on.In the last quarter of the game both the sides got chances to score but failed to change the scoreline any further.Zico's side played well and deservedly got the 3 points, but their weak defense can be a problem against stronger teams, while NEUFC ,after losing all their matches till now can take Sanju Pradhan's electrifying performance in the wings as the only ray of hope. With this win FC Goa takes the 2nd position in the table , while Cesar Farias's  NEUFC still stands in the bottom of the table .




 
দুরন্ত প্রত্যাবর্তন। ০-৪ লজ্জার হারকে ছাপিয়ে ৩-১ এর দুর্দান্ত জয়ে ফিরল এফসি গোয়া। বৃহস্পতিবার আইএসএল-এর ম্যাচে গুয়াহাটির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল গোয়া। জিকোর অভিজ্ঞতা আর বুদ্ধিদীপ্ত ফুটবলের জোরে ছন্দে ফিরলেন রেইনালদোরা।
এদিন রেইনালদো, লুকা গোল পেলেও বলতে হয় লিও মৌরার কথা। ম্যাচের সেরা হোফ্রে হলেও মৌরা পায়ের জাদু মাতিয়েছে সমর্থকদের। তিনি নিজে না গোল করতে পারলেও গোল করার সুযোগ তৈরীতে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া বলতে হয় মান্দার রাও দেশাইয়ের কথা। ধারাবাহিকতা ধরে রেখে বিদেশি ফুটবলারদের টেক্কা দিচ্ছেন প্রতি ম্যাচে।  
কিংবদন্তী ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর শুভেচ্ছা বার্তা ও ঘরের মাঠের প্রচুর সমর্থকও উদ্বুদ্ধ করতে পারল না নর্থইস্টকে। মাঠে দুরন্ত লড়লেও নর্থইস্ট-এর স্থান তালিকার শেষে। মিকেলের না থাকায় সমস্যা পড়েছে নর্থইস্ট। খেলায় গতি থাকলেও সুযোগ নষ্টের খেসারত দিচ্ছে উত্তর-পূর্ব ভারতের এই দল।
এই ম্যাচে ৩ পয়েন্ট পেয়ে তালিকায় দ্বিতীয় স্থানে গোয়া। এটিকে-র সঙ্গে পয়েন্ট সমান। তবে গোয়া এক ম্যাচ বেশি খেলায় শীর্ষে অ্যাটলেটিকো কলকাতা।

No comments:

Post a Comment