Friday 4 December 2015

কলকাতার শীর্ষে থাকার লড়াই

চেন্নাইয়ের প্রতিবন্ধকতাকে কাটিয়ে মুম্বাই শহরে। ফলে কলকাতার ঘরের মাঠে সামনাসামনি মুম্বাই ও কলকাতা। দুই দলই চাইবে আজকের ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেতে। এখনও পর্যন্ত কলকাতা ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লীগ তালিকার শীর্ষে। মুম্বাই ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট। লীগ তালিকার শেষে রয়েছে তারা। । কলকাতা চাইবে শীর্ষ স্থান বজায় রাখতে। অবশ্যই মুম্বাই চাইবে ভাল খেলে এই মরসুম শেষ করতে। অবশ্যই আসব হিউমের কথায়। ইতিমধ্যেই দুটি হ্যাটট্রিক আছে তার। দলের অন্যতম ভারসার জায়গা হিউম। নিশ্চয় আজ নতুন ইতিহাস গড়তে চাইবেন। আছেন সামেঘ দুতি। এই মরসুমে ৩ টি গোল আছে তার। গত ম্যাচে দারুন ভাবে তার উপস্থিতি বুঝিয়েছেন। থাকবেন অর্ণব মণ্ডল। কলকাতা যে ভাবে জ্বলে উঠেছে তাতে নতুন কিছু ইতিহাসের জন্য তাকিয়ে ফুটবল প্রেমিরা। মুম্বাই আজ তাদের খেলা ৩ পয়েন্ট নিয়েই শেষ করতে চাইবে। আছেন সুনীল ছেত্রি। ৬ টি গোল ১ টি অ্যাাসিস্ট আছে তার। সুনীল নিশ্চয় চাইবেন আজও তার গোল থাকুক। আছেন মোভস। ৩৯ টি ট্যাকেল আছে। আজ নিশ্চয় চাইবেন দল এক হয়ে এগিয়ে যেতে। দুই দলই আজ তাদের সেরাটা দিতে চাইবে। কলকাতা এখন লীগ তালিকার শীর্ষে। মুম্বাইও চাইবে নতুন ভাবে জ্বলে উঠতে।

No comments:

Post a Comment