Wednesday, 16 March 2016

২০১৬ এ এফ সি কাপ এ ৯ পয়েন্ট নিয়ে এখন শীর্ষ স্থানে বাংলার মোহনবাগান

গুয়াহাটি তে ইয়াঙ্গন এর বিরুদ্ধে ৩-২ এ জয় ছিনিয়ে নিল মোহনবাগান। ২০১৬ এ এফ সি কাপ এ ৯ পয়েন্ট নিয়ে এখন শীর্ষ স্থানে বাংলার মোহনবাগান। এর আগে মাজিয়াকে ঘরের মাঠে এবং সাউথ চায়নাকে বিদেশের মাটিতে হারিয়েছিল তারা। আজ জেজের জোড়া গোল ও সোনির গোলে আকাঙ্ক্ষিত জয় পেল মোহনবাগান।

No comments:

Post a Comment