Wednesday, 2 December 2015

নর্থইস্ট কি এবার প্রথম চারে?


গুয়াহাটির ইন্দিরাগান্ধী স্টেডিয়ামে আর কিছুপরেই মুখোমুখি হতে চলেছে নর্থইস্ট ও পুনে। নর্থইস্টের এখনও পর্যন্ত ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট। অপরদিকে পুনের কাছে ১২ ম্যাচে ১৫ পয়েন্ট। এই ম্যাচ জিতলে নর্থইস্ট পৌঁছে যাবে সেমিফাইনালে। সেমিফাইনালে পৌছতে হলে ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেতেই হবে নর্থইস্টকে।
নর্থইস্ট আজ নিশ্চয় তাদের সব শক্তি নিয়ে মাঠে নামবে। মাঠে থাকবেন নিকোলাস ভেলেজ। এখনও পর্যন্ত তার কাছে ৪ টে গোল আছে। আজ নিকোলাস নিশ্চয় চাইবেন গোল আসুক। দলের অন্যতম ভরসা সিমাও। শুধু গোল নয় অসাধারণ অ্যাাসিস্ট আছে তার পা থেকে।
চেন্নাই এর দল এর সিমাও, নিকোলাস কে আটকাতে মাঠে থাকবেন রজার জনসন। ১১৩ টি ক্লিয়ারেন্স এসেছে তার দিক থেকে। আদ্রিয়ান মুতু আজ অবশ্যই জ্বলে উঠতে চাইবেন। এখনও পর্যন্ত ৩ টি গোল আছে। ৩৩ টি শট এসেছে তার পা থেকে।
নর্থইস্টের কোচ ফেরিয়াস বলেন " আমরা জানি আমাদের আগের সুযোগটা নষ্ট হয়েছে। কিন্তু এই সুযোগটা আমাদের কাজে লাগাতেই হবে। আর সেই কাজটা আমরা করবই।"
ডেভিড প্লাট জানান " আমরা আমদের সেরাটা হয়ত দিতে পারেনি। আজ সেরা পারফর্মেন্স দিতেই হবে। তবে আমাদের এখন অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে। "
 


No comments:

Post a Comment