চেন্নাই-৩
মুম্বাই-০
চেন্নাই এর ঘরের মাঠে এখনও সেমিফাইনালের আশা টিকিয়ে রাখল চেন্নাইন এফ সি। ৩-০ মুম্বাই কে পরাজিত করে ১৯ পয়েন্ট তালিকার চার নম্বরে। মুম্বাই ১৩ মাচে ১৩ পয়েন্ট নিয়ে কার্যত বিদায় নিতে হল ইন্ডিয়ান সুপার লিগের এই মরসুম থেকে।
চেন্নাই মাঠে নেমেছিল জয়ের জন্য। ৯ মিনিটের মাথায় দলের হয়ে প্রথম গোল করেন মেন্ডোজা। ১-০ দল যখন এগোচ্ছে প্রতিপক্ষও চেষ্টা করছে ঠিক তখনই ১৬ মিনিটের জেজের পা থেকে আসে অসাধারণ গোল। যে কোন দলের পক্ষে ২-০ এগিয়ে থাকা কিছুটা স্বস্তির। দলকে আরও শান্তি দিয়ে ৪৫ মিনিটে মেন্ডির গোল। ৩-০ দলকে এগিয়ে প্রতিপক্ষের মনবলে চির ধরিয়ে দেয় চেন্নাই।
মুম্বাই এর দলে রক্ষনের বেশ অভাব ছিল। আক্রমন এর দিক থেকেও যে খুব শক্তিশালী ছিল তাও নয়। বেশ কছু সুযোগ আসলেও কাজে লাগাতে পারেনি অ্যাানেলকার ছেলেরা। সুনীল ছেত্রি শেষে একটা সুযোগ পেলেও তা গোল পাননি।
এই ম্যাচে হিরো অব দি ম্যাচের তকমা যায় মেন্ডির কাছে। অসাধারণ গোল। দলগত খেলা সব মিইয়ে এই সম্মান যায় তার কাছে। এই ম্যাচের পর তারা সেমিফাইনালে যায় কিনা তার জন্য নজর রকাহতে হবে নর্থইস্ট এবং পুনের দিকে।
মুম্বাই-০
চেন্নাই এর ঘরের মাঠে এখনও সেমিফাইনালের আশা টিকিয়ে রাখল চেন্নাইন এফ সি। ৩-০ মুম্বাই কে পরাজিত করে ১৯ পয়েন্ট তালিকার চার নম্বরে। মুম্বাই ১৩ মাচে ১৩ পয়েন্ট নিয়ে কার্যত বিদায় নিতে হল ইন্ডিয়ান সুপার লিগের এই মরসুম থেকে।
চেন্নাই মাঠে নেমেছিল জয়ের জন্য। ৯ মিনিটের মাথায় দলের হয়ে প্রথম গোল করেন মেন্ডোজা। ১-০ দল যখন এগোচ্ছে প্রতিপক্ষও চেষ্টা করছে ঠিক তখনই ১৬ মিনিটের জেজের পা থেকে আসে অসাধারণ গোল। যে কোন দলের পক্ষে ২-০ এগিয়ে থাকা কিছুটা স্বস্তির। দলকে আরও শান্তি দিয়ে ৪৫ মিনিটে মেন্ডির গোল। ৩-০ দলকে এগিয়ে প্রতিপক্ষের মনবলে চির ধরিয়ে দেয় চেন্নাই।
মুম্বাই এর দলে রক্ষনের বেশ অভাব ছিল। আক্রমন এর দিক থেকেও যে খুব শক্তিশালী ছিল তাও নয়। বেশ কছু সুযোগ আসলেও কাজে লাগাতে পারেনি অ্যাানেলকার ছেলেরা। সুনীল ছেত্রি শেষে একটা সুযোগ পেলেও তা গোল পাননি।
এই ম্যাচে হিরো অব দি ম্যাচের তকমা যায় মেন্ডির কাছে। অসাধারণ গোল। দলগত খেলা সব মিইয়ে এই সম্মান যায় তার কাছে। এই ম্যাচের পর তারা সেমিফাইনালে যায় কিনা তার জন্য নজর রকাহতে হবে নর্থইস্ট এবং পুনের দিকে।
No comments:
Post a Comment