Sunday, 29 November 2015

প্রথম চারে জায়গা দখল করতে গোয়ার লড়াই

ইন্ডিয়ান সুপার লিগের ৫০ তম ম্যাচে কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি কেরালা ও গোয়া। গোয়া এই ম্যাচ জিতলে পৌঁছে যাবে সেমিফাইনালে। এখনও পর্যন্ত গোয়ার দখলে ১২ ম্যাচে ১৯। ফলে আজ ৩ পয়েন্ট পেলে তারা চলে যাবে দিল্লির আগে। অপরদিকে কেরালা এখনও ১২ ম্যাচে ১২ পয়েন্ট। তাই শেষ পর্যন্ত দুই দলই চাইবে আজকের ম্যাচ থেকে জয় পেতে।
গোয়ার দলে আছে রেইনাল্ডো। যাকে ঘিরে ভরসা অনেক। এখনও পর্যন্ত ৪ টে গোল পেয়েছেন তিনি। থাকবেন মৌরা। দলের আরেক স্তম্ভ। ২ টো গোল করলেও অসাধারণ ৬ টি অ্যাাসিস্ট দেখেছি তার দিক থেকে। অবশ্যই নজর থাকবে লুসিও এর দিকে। আজ কোচ নিশ্চয় চাইবেন সেমিফাইনালে নিজেদের জায়গা করতে পাকা করতে।
কেরালার দিকে তাকালে নাম উঠবেই পিটার র‍্যামেজের। ১ টি গোল পেলেও ক্লিয়ারেন্স আছে ১৪০ টা। অবশ্যই দলের সবাই চাইবেন তিনি আজ জ্বলে উঠুক। এতদিনে পরিচিত মুখ হয়ে উঠেছেন অ্যাান্তোনিয় জার্মান। ৫ টা গোল আছে এই মরসুমে। দেখার পালা আজ তার নামের পাশে কতগুলো গোল সংখ্যা বসে।


No comments:

Post a Comment