Thursday, 26 November 2015

পিছিয়ে থেকেও ড্র গোয়ার

গোয়া- ১
নর্থইস্ট-১

 বুধবার সন্ধ্যে জওহরলাল নেহেরু স্টেডিয়াম দেখল টানটান উত্তেজনার ম্যাচ। ১ গোলে পিছিয়ে থেকে ৮০ মিনিটের মাথায় গোল করে ম্যাচ ড্র করে গোয়া। খেলার শুরুতেই সুযোগ চলে আসে গোয়ার কাছে। লিও মৌরা এবং ডুডু সেই সুযোগ কে কাজে লাগাতেই পারতেন কিন্তু অসাধারণ দায়িত্ব পালন করেছেন গোলকিপার রেহেনেশ। একই ঘটনাও ঘতে নর্থইস্টের সঙ্গে। যখন ফ্রান্সিস ডাডজি গোলের উদ্দেশে বল ছোড়েন তা প্রতিহত করেন কাট্টিমনি। সঞ্জু প্রধান অসাধারণ দায়িত্ব পালন করেছেন। সঞ্জু একের পর এক চেষ্টা করতে থাকেন কিন্তু গোয়া ছেলেদের সাজানো ডিফেন্স কে ভাঙতে পারেননা। ৬ গজ দূর থেকে কর্নারকে কাজে লাগিয়ে সিমাও এর থেকে আসে প্রথম গোল। যা নর্থ ইস্টের মনবল বাড়িয়ে তোলে। এরপর হঠাৎ ই গোয়ার খেলায় আসে পরিবর্তন। কোন রকম ভাবেই প্রতিপক্ষ কে জিততে দেওয়া যাবে না। খেলা কিছুটা রক্ষণাত্মক হয়ে যায়। খেলা যখন ৮০ মিনিট গড়িয়েছে মৌরার পাস থেকে ম্যাচ সমতায় ফেরান রেইনাল্ডো। হিরো অব দি ম্যাচের সম্মান যায় লিও মৌরার কাছে। এই ম্যাচের শেষে গোয়ার দখলে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট। আর ১২ ম্যাচ খেলেই নর্থইস্ট সংগ্রহ করেছে ১৭ পয়েন্ট। গোয়া এই মুহূর্তে তালিকার দ্বিতীয় স্থানে। নর্থ ইস্ট রইল ৪এ।



No comments:

Post a Comment