Thursday, 3 December 2015

তালিকার প্রথমে যাওয়ার সুযোগ দিল্লির

 দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হবে দিল্লি এবং কেরালা। দিল্লির কাছে রয়েছে ১২ ম্যাচে ২১ পয়েন্ট। কেরালার পেয়েছে ১৩ ম্যাচ থেকে ১২ পয়েন্ট। যদিও এই ম্যাচের আগেই দিল্লি পৌঁছে গেছে সেমিফাইনালে। কেরালারও ফিরে আসার রাস্তা বন্ধ। কিন্তু ফুটবল বোধহয় একেই বলে। পাওয়ার বাইরেও যে আবেগ, ভালবাসা কাজ করে টা এই খেলায় সবসময় দেখা যায়।
সেমিফাইনালে পৌঁছে গেলেও দিল্লি নামবে সব শক্তি নিয়ে। আজ নজর থাকবে আদিঙ্গার উপর। ২৯ টা ভাল ট্যাকেল আছে তার দিক থেকে। থাকবেন গুস্তাভো দস সান্তোস। এই মরসুমে ২ টি গোল করেছেন। আজ ম্যাচ জিততে দলের রক্ষন ভাগের দিকে খেয়াল রাখতে হবে। আক্রমন ভাগ সচল রাখতে হবে।
এই ম্যাচ থেকে কেরালার নতুন করে পাওয়ার কিছু নেই। কিন্তু আজকের ম্যাচ জিতে মাঠ ছাড়তে চাইবে কেরালা। দলের অন্যতম ভরসা মহম্মদ রফি থাকবেন। ইতিমধ্যে ৪ টি গোল করেছেন তিনি। থাকবেন পুলগা। নিশ্চয় আজ দলকে এগিয়ে নিয়ে যেতে চাইবেন। নজর থাকবে সৌমিক দের দিকে।
টেরি ফেলান বলেন" আমরা আজ আমাদের সেরাটাই দেব। নতুন করে হারাবার কিছু নেই।"
দিল্লির কোচ কার্লোস বলেন " এখনই সব শেষ নয়। আমরা যদি মনে করি কাল ম্যাচ টা আমাদের দিকেই আছে তাহলে জেতা কঠিন হবে আমাদেরই। তাই সেরা দিয়ে জিততে হবে।"


Wednesday, 2 December 2015

হাড্ডাহাড্ডি লড়াই এর পরেও হারতে হল পুনেকে

নর্থইস্ট-৩
পুনে-২
গুয়াহাটির ইন্দিরাগান্ধী স্টেডিয়াম অসাধারণ এক সন্ধ্যা উপহার পেল। ৩-২ এ নর্থইস্টের এই জয় তাদের লক্ষের একধাপ এগিয়ে দিল। ম্যাচের প্রথম থেকেই হাড্ডাহাড্ডি লড়াই ছিল দুই দলের মধ্যে। দুই দলের কাছেই আজকের জয় দরকার ছিল। ২ গোল করেও শেষ পর্যন্ত জয় আনতে পারল না পুনে। এরপর চেন্নাই এর সঙ্গে আরও একটা ম্যাচ থাকলেও কার্যত আজই বিদায় নিতে হল প্লাটের ছেলেদের।
ম্যাচের  ৫ মিনিটের মাথায় প্রথম গোল করেন নিকো ভেলেজ। আই এস এল এ ১৫০ তম গোল ভেলেজের পা থেকেই। নর্থইস্ট নেমেই ছিল ৩ পয়েন্টের জন্য। প্রথম থেকেই ফেরিয়াস রক্ষণকে বেশ আটোসাটো করেছিলেন। বলাই যায় গত ম্যাচের থেকে শিক্ষা নিয়ে দল কে নতুন ভাবে সাজিয়ে ছিলেন।  নিকো ভেলেজ যে কি অসাধারণ মাপের স্ট্রাইকার তা বুঝিয়ে দেন এই গোলে। গোল করতে গেলে যে মাপা সঠিক টাচ দরকার তা আবারও বুঝিয়ে দেন তিনি। এরপর ১৮ মিনিটের মাথায় আসে কামারার গোল। এখানেও ছিল দক্ষতার ছাপ।  ৪৩ মিনিটে বিকের যে গোল আসে তাতে পুনের গোলরক্ষক অরিন্দমের কিছুটা ভুল চোখে পরে। অরিন্দমের কিছুটা এগিয়ে এসে গোল আটকানো উচিত ছিল। তবে আজ নর্থইস্ট যে জ্বলে উঠেছে তা বলাই যায়।
পুনে আজ ভাল খেলেলও তাদের সেরা টা দিতে পারেনি। নর্থইস্টের প্রথম গোলের পরই ৮ মিনিটে বিলের গোলে সমতায় ফেরে প্লাটের ছেলেরা। তবে তারপর হঠাৎ ই দলকে কিছু অগোছালো হয়ে যায়। তবে বেশ কিছুটা সুযোগ আসে পুনের কাছে। কালু উচে দারুন একটা মাপা বল দেন লেনির কাছে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি লেনি। শোরের কাছেও ভাল কিছু সুযোগ আসে কিন্তু গোলের ঠিকানা লেখা যায়নি। রজার জনসনকে দারুন ভাবে সপ্রতিভ লেগেছে। ভেলেজের দারুন তাচকে প্রতিহত করেন দ্বিতীয়ার্ধের শুরু থেকে মুতু আবার জ্বলে ওঠেন। একের পর এক চেষ্টা আসতে শুরু করে তার দিক থেকে। ৮৬ মিনিটের মাথায় তার বহু কাঙ্ক্ষিত গোল আসে। পরপর ৪ ম্যাচে ৪ টি গোল করেছেন আদ্রিয়ান মুতু। এই গোলে দক্ষতার ছোঁয়া ছিল। মুতু বুঝিয়ে দিয়েছেন কেন কোচ এখনও তার উপর ভরসা রাখেন। রেহেনেশ সহ গোটা ওয়ালকে দাড় করিয়েন দেন।
তবে আজ রেফারিকেও বেশ শক্ত হাতে খেলা পরিচালনা করতে হয়।  হলুদ কার্ড দেখেন অনেকে। লোপেজ, বিকে, সাইতাসেন, আরিয়াস, জোকোরা, কামারাও। অসাধারণ গোল, ঠিকানা লেখা পাস ঈর জন্য হিরো অব দি ম্যাচের তকমা পান নিকো ভেলেজ। আজকের পর ১৪ ম্যাচে ২০ পয়েন্ট পেয়েছে নর্থইস্ট। ১৩ ম্যাচ খেলেন ১৫ পুনের। তবে আজকের জয়ের পরও প্রথম চারে থাকতে হলে নর্থইস্ট তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে।



নর্থইস্ট কি এবার প্রথম চারে?


গুয়াহাটির ইন্দিরাগান্ধী স্টেডিয়ামে আর কিছুপরেই মুখোমুখি হতে চলেছে নর্থইস্ট ও পুনে। নর্থইস্টের এখনও পর্যন্ত ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট। অপরদিকে পুনের কাছে ১২ ম্যাচে ১৫ পয়েন্ট। এই ম্যাচ জিতলে নর্থইস্ট পৌঁছে যাবে সেমিফাইনালে। সেমিফাইনালে পৌছতে হলে ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেতেই হবে নর্থইস্টকে।
নর্থইস্ট আজ নিশ্চয় তাদের সব শক্তি নিয়ে মাঠে নামবে। মাঠে থাকবেন নিকোলাস ভেলেজ। এখনও পর্যন্ত তার কাছে ৪ টে গোল আছে। আজ নিকোলাস নিশ্চয় চাইবেন গোল আসুক। দলের অন্যতম ভরসা সিমাও। শুধু গোল নয় অসাধারণ অ্যাাসিস্ট আছে তার পা থেকে।
চেন্নাই এর দল এর সিমাও, নিকোলাস কে আটকাতে মাঠে থাকবেন রজার জনসন। ১১৩ টি ক্লিয়ারেন্স এসেছে তার দিক থেকে। আদ্রিয়ান মুতু আজ অবশ্যই জ্বলে উঠতে চাইবেন। এখনও পর্যন্ত ৩ টি গোল আছে। ৩৩ টি শট এসেছে তার পা থেকে।
নর্থইস্টের কোচ ফেরিয়াস বলেন " আমরা জানি আমাদের আগের সুযোগটা নষ্ট হয়েছে। কিন্তু এই সুযোগটা আমাদের কাজে লাগাতেই হবে। আর সেই কাজটা আমরা করবই।"
ডেভিড প্লাট জানান " আমরা আমদের সেরাটা হয়ত দিতে পারেনি। আজ সেরা পারফর্মেন্স দিতেই হবে। তবে আমাদের এখন অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে। "
 


Tuesday, 1 December 2015

৩-০ হারে ছিটকে গেল মুম্বাই

চেন্নাই-৩
মুম্বাই-০
চেন্নাই এর ঘরের মাঠে এখনও সেমিফাইনালের আশা টিকিয়ে রাখল চেন্নাইন এফ সি। ৩-০ মুম্বাই কে পরাজিত করে ১৯ পয়েন্ট তালিকার চার নম্বরে। মুম্বাই ১৩ মাচে ১৩ পয়েন্ট নিয়ে কার্যত বিদায় নিতে হল ইন্ডিয়ান সুপার লিগের এই মরসুম থেকে।
চেন্নাই মাঠে নেমেছিল জয়ের জন্য। ৯ মিনিটের মাথায় দলের হয়ে প্রথম গোল করেন মেন্ডোজা। ১-০ দল যখন এগোচ্ছে প্রতিপক্ষও চেষ্টা করছে ঠিক তখনই ১৬ মিনিটের জেজের পা থেকে আসে অসাধারণ গোল। যে কোন দলের পক্ষে ২-০ এগিয়ে থাকা কিছুটা স্বস্তির। দলকে আরও শান্তি দিয়ে ৪৫ মিনিটে মেন্ডির গোল। ৩-০ দলকে এগিয়ে প্রতিপক্ষের মনবলে চির ধরিয়ে দেয় চেন্নাই।
মুম্বাই এর দলে রক্ষনের বেশ অভাব ছিল। আক্রমন এর দিক থেকেও যে খুব শক্তিশালী ছিল তাও নয়। বেশ কছু সুযোগ আসলেও কাজে লাগাতে পারেনি অ্যাানেলকার ছেলেরা। সুনীল ছেত্রি শেষে একটা সুযোগ পেলেও তা গোল পাননি।
এই ম্যাচে হিরো অব দি ম্যাচের তকমা যায় মেন্ডির কাছে। অসাধারণ গোল। দলগত খেলা সব মিইয়ে এই সম্মান যায় তার কাছে। এই ম্যাচের পর তারা সেমিফাইনালে যায় কিনা তার জন্য নজর রকাহতে হবে নর্থইস্ট এবং পুনের দিকে।



Monday, 30 November 2015

মুম্বাইএর আজ ডু অর ডাই

 চেন্নাইয়ের ঘরের মাঠে মুখোমুখি হতে চলেছে চেন্নাই ও মুম্বাই। এখনও পর্যন্ত চেন্নাই এর দখলে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট। অপরদিকে মুম্বাই এর কাছে ১২ ম্যাচে ১৩ পয়েন্ট। চেন্নাই এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেলে উঠে আসবে তালিকার চার নম্বরে। এখনও পর্যন্ত লীগ তালিকায় ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে নর্থইস্ট আছে চারে। তাদের এই স্থান পাকা করতে তাকিয়ে থাকতে আজ এবং পুনের দিকে। আজকের এই ম্যাচ চেন্নাই এর কাছে একটাই সুযোগ।
চেন্নাই এর ঘরের মাঠে শেষবারের মত জ্বলে উঠতে চাইবে মেন্ডিরা। আজ ম্যাচে নজর থাকবে মেন্ডোজারদিকে। ১০ টি গোল পেয়েছেন এই মরসুমে সব থেকে বেশি গোল পেয়েছেন তিনি। ভরসা থাকবে মেন্ডির উপর। দলের পিছিয়ে পরা থেকে এগিয়ে আসাতে তার অসাধারণ খেলা বারবার চোখে পড়েছে। বলতেই হয় রাফায়েল অগাস্তের কথা। ২৪ বছরের এই ফুটবলারের খেলার জীবনে এখনও ৫৬৭ টি পাস খেলেছেন তিনি। স্বার্থহীন ভাবে খেলা বোধহয় একেই বলে।
মুম্বাই সিটি ভাল অবস্থায় নাও থাকলে তার নিশ্চয় চাইবে খেলার মাঠে সেরাটা দিতে। দলে আছেন সুনীল ছেত্রি। এই মরসুমে মুম্বাই এর হয়ে সব থেকে বেশি গোল করেন সুনীল। তার দখলে ৬ টি। আজ আগুইলেরার গোলে ফিরতেই পারেন মুম্বাই। চেন্নাই এর অ্যাটাকিং দিককে রুখতে কাজে লাগতে পারেন বেরতিন।
চেন্নাইয়ের কোচ মাতোরাজ্জি বলেন " আমরা আমাদের সেরাটাই দেব। আমাদের হাতে আছে শুধু ভাল খেলা। সেটাই করতে চাই। "
"স্কোরবোর্ডের ভিত্তিতে আমরা এখনও এগোতে পারি টাই চেষ্টা করব ভাল খেলার। " বলেন কোচ এবং ফুটবলার নিকোলাস অ্যাানেলকা।


Sunday, 29 November 2015

রেইনাল্ডোর হ্যাটট্রিকে গোয়া দলে ৫ গোলের ঝড়

 গোয়া- ৫
কেরালা-১
দুর্ধর্ষ টিম দেখল কোচির জওহরলাল স্টেডিয়াম। ম্যাচের শুরু দেখে কখনই মনে হয়নি এর ফলাফল ৫-১ হতে পারে পারে। এই জয়ের এবং হ্যাটট্রিকের পর গোয়া সেমিফাইনালের তৃতীয় স্থান দখল করে নিল। আজকের হারের পর এই মরসুমে কার্যত বিদায় নিতে হল কেরালাকে।  আজকের এই দিনটা নিশ্চয় ভুলতে চাইবেন টেরি ফেলানের দল। বিশেষত বাই ওয়াটার।
ম্যাচের প্রথম ১ মিনিটে কেরালার গোল আসে। তা প্রায় ধরে নিয়েছে সবাই। আজও সেই কাজটাই করেন পুলগা।  ১ মিনিটের কিছু পরে জার্মানের অসাধারণ পাস থেকে ম্যাচের প্রথম গোল করেন পুলগা। কেরালা এই মরসুমে এত গোল করেও এগোতে না পারার কারন সব থেকে বেশি গোলও খেয়েছে তারাই। দলের আক্রমন ভাগ ভাল হলেও রক্ষণ ভাগ বেশ নড়বরে। আর আজও সেটাই তাদের হারের কারন হয়ে উঠল।
অসাধারণ টিম গেম উপহার দিল জিকোর ছেলেরা। কেরালার করা প্রথম গোলের কিছু পরেই জোফরের গোলে সমতায় ফিরে আসে গোয়া। তবে এই গোলের সমান অংশীদারি রেইনাল্ডো। রেইনল্ডো যেভাবে বল নামিয়ে বল পাস করেন। জোফরেও তার কাজটি ভুল করেননি। একেরপর এক গোল আসতে থাকে গোয়ার। আজকের ম্যাচে হ্যাট্রিকও করেন রেইনাল্ডো। সব শেষে মান্দার রাও দেসাই এর গোলকে দলএর জয় আরও নিশ্চিত করে দেয়।  জিকো নিশ্চয় খুশি হবেন তার দলের পারফর্মেন্সে।
তবে আজ খেলায় বেশকিছু অপ্রত্যাশিত ঘটনাও ঘটে। খেলার বিরতির মুহূর্তে জোফরে আর সুরিয়ায়সের ঝামেলায় লাল কার্ড দেখেন কেরালার এই ফুটবল। মৌরাও হলুদ কার্ড। ৪ টে হলুদ কার্ডের জন্য পরের ম্যাচে থাকতে পারবেন না মৌরা। হিরো অব দি ম্যাচ হন রেইনাল্ডো। দারুন পাস, হ্যাটট্রিক তাকে আজ এই সম্মান পেতে সাহায্য করে। ১২ ম্যাচে ৮ টি হিরো অব দি ম্যাচের পালক জুড়ল গোয়ার দলের ফুটবলারদের মাথায়। আজকের ম্যাচে বারবার চোখে পড়েছে কেরালার রক্ষন ভাগের দুর্বলতা। এই সুযোগ টাই কাজে লাগাল কলকাতা। এক ম্যাচ হাতে রেখেই তার সেমিফাইনালের প্রথম তিনে জায়গা করে নিল।




প্রথম চারে জায়গা দখল করতে গোয়ার লড়াই

ইন্ডিয়ান সুপার লিগের ৫০ তম ম্যাচে কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি কেরালা ও গোয়া। গোয়া এই ম্যাচ জিতলে পৌঁছে যাবে সেমিফাইনালে। এখনও পর্যন্ত গোয়ার দখলে ১২ ম্যাচে ১৯। ফলে আজ ৩ পয়েন্ট পেলে তারা চলে যাবে দিল্লির আগে। অপরদিকে কেরালা এখনও ১২ ম্যাচে ১২ পয়েন্ট। তাই শেষ পর্যন্ত দুই দলই চাইবে আজকের ম্যাচ থেকে জয় পেতে।
গোয়ার দলে আছে রেইনাল্ডো। যাকে ঘিরে ভরসা অনেক। এখনও পর্যন্ত ৪ টে গোল পেয়েছেন তিনি। থাকবেন মৌরা। দলের আরেক স্তম্ভ। ২ টো গোল করলেও অসাধারণ ৬ টি অ্যাাসিস্ট দেখেছি তার দিক থেকে। অবশ্যই নজর থাকবে লুসিও এর দিকে। আজ কোচ নিশ্চয় চাইবেন সেমিফাইনালে নিজেদের জায়গা করতে পাকা করতে।
কেরালার দিকে তাকালে নাম উঠবেই পিটার র‍্যামেজের। ১ টি গোল পেলেও ক্লিয়ারেন্স আছে ১৪০ টা। অবশ্যই দলের সবাই চাইবেন তিনি আজ জ্বলে উঠুক। এতদিনে পরিচিত মুখ হয়ে উঠেছেন অ্যাান্তোনিয় জার্মান। ৫ টা গোল আছে এই মরসুমে। দেখার পালা আজ তার নামের পাশে কতগুলো গোল সংখ্যা বসে।