"২ বিদেশি দল, শিল্ডের ম্যাচ কেরল, গোয়াতেও
শতাব্দীপ্রাচীন আই এফ এ শিল্ডের অনূর্ধ্ব ১৯ প্রতিযোগিতা শুরু হয়েছে গত বছর থেকেই। এবার কলকাতার বাইরেও পা রাখতে চলেছে ঐতিহ্যশালী এই ফুটবল প্রতিযোগিতা। মঙ্গলবার তার ঢাকে কাঠি পড়ে গেল। এবার শিল্ডের স্পনসর হিসেবে গঁাটছড়া বেঁধেছে এল জি। নতুন স্পনসরদের নিয়ে শিল্ডের উন্মোচনে এদিন হাজির ছিলেন আই এফ এ সভাপতি সুব্রত দত্ত, সচিব উৎপল গাঙ্গুলি, বাইচুং ভুটিয়া, দীপেন্দু বিশ্বাস, কল্যাণ চৌবে এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী। এ বছর শিল্ড শুরু ১৬ ফেব্রুয়ারি থেকে। দুটি বিদেশি দলও অংশ নিচ্ছে। ১০ দলের টুর্নামেন্টে ইতিমধ্যে ৭ দল চূড়ান্ত। যেখানে কলকাতার তিন বড় ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডানের পাশাপাশি রয়েছে ইউনাইটেড স্পোর্টস, এ আই এফ এফের অনূর্ধ্ব ১৯ দল, এস বি আই ত্রিবাঙ্কুর। প্রিমিয়ার লিগের দল ক্রিস্টার প্যালেস এফ সি–ও আসছে। তবে অপর বিদেশি দল–সহ বাকি দুটি দল এখনও চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে আই এফ এ সচিব উৎপল গাঙ্গুলি বলেন, ‘প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে। অফিসিয়ালি কনফার্মেশন পেলেই নাম ঘোষণা করে দেব। আর সেটা হয়ে গেলেই আগামী দু–তিন দিনের মধ্যে সূচিও জানিয়ে দেওয়া হবে।’ কলকাতার বাইরে শিল্ডের জনপ্রিয়তা বাড়াতেই এবার কেরল ও গোয়ায় দুটি ম্যাচ খেলানোর সিদ্ধান্ত, মত আই এফ এ সচিবের। যদিও সেমিফাইনাল ও ফাইনাল ময়দানের ঘেরা মাঠেই করার পরিকল্পনা রয়েছে। আগামী বছর দেশে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ। সে কথা মাথায় রেখে বিশ্বকাপের প্রস্তুতির জন্য শিল্ডকে অনূর্ধ্ব ১৭ করার প্রস্তাব দেন বাইচুং। উৎপল গাঙ্গুলির জবাব, ‘শিল্ডকে অনূর্ধ্ব ১৭ করব, নাকি অালাদা কোনও টুর্নামেন্ট করব, সেটা ভেবে দেখব।’ এবার শিল্ডের চ্যাম্পিয়ন দল ৫ লক্ষ এবং রানার্স ৩ লক্ষ টাকা পাবে।"
শতাব্দীপ্রাচীন আই এফ এ শিল্ডের অনূর্ধ্ব ১৯ প্রতিযোগিতা শুরু হয়েছে গত বছর থেকেই। এবার কলকাতার বাইরেও পা রাখতে চলেছে ঐতিহ্যশালী এই ফুটবল প্রতিযোগিতা। মঙ্গলবার তার ঢাকে কাঠি পড়ে গেল। এবার শিল্ডের স্পনসর হিসেবে গঁাটছড়া বেঁধেছে এল জি। নতুন স্পনসরদের নিয়ে শিল্ডের উন্মোচনে এদিন হাজির ছিলেন আই এফ এ সভাপতি সুব্রত দত্ত, সচিব উৎপল গাঙ্গুলি, বাইচুং ভুটিয়া, দীপেন্দু বিশ্বাস, কল্যাণ চৌবে এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী। এ বছর শিল্ড শুরু ১৬ ফেব্রুয়ারি থেকে। দুটি বিদেশি দলও অংশ নিচ্ছে। ১০ দলের টুর্নামেন্টে ইতিমধ্যে ৭ দল চূড়ান্ত। যেখানে কলকাতার তিন বড় ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডানের পাশাপাশি রয়েছে ইউনাইটেড স্পোর্টস, এ আই এফ এফের অনূর্ধ্ব ১৯ দল, এস বি আই ত্রিবাঙ্কুর। প্রিমিয়ার লিগের দল ক্রিস্টার প্যালেস এফ সি–ও আসছে। তবে অপর বিদেশি দল–সহ বাকি দুটি দল এখনও চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে আই এফ এ সচিব উৎপল গাঙ্গুলি বলেন, ‘প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে। অফিসিয়ালি কনফার্মেশন পেলেই নাম ঘোষণা করে দেব। আর সেটা হয়ে গেলেই আগামী দু–তিন দিনের মধ্যে সূচিও জানিয়ে দেওয়া হবে।’ কলকাতার বাইরে শিল্ডের জনপ্রিয়তা বাড়াতেই এবার কেরল ও গোয়ায় দুটি ম্যাচ খেলানোর সিদ্ধান্ত, মত আই এফ এ সচিবের। যদিও সেমিফাইনাল ও ফাইনাল ময়দানের ঘেরা মাঠেই করার পরিকল্পনা রয়েছে। আগামী বছর দেশে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ। সে কথা মাথায় রেখে বিশ্বকাপের প্রস্তুতির জন্য শিল্ডকে অনূর্ধ্ব ১৭ করার প্রস্তাব দেন বাইচুং। উৎপল গাঙ্গুলির জবাব, ‘শিল্ডকে অনূর্ধ্ব ১৭ করব, নাকি অালাদা কোনও টুর্নামেন্ট করব, সেটা ভেবে দেখব।’ এবার শিল্ডের চ্যাম্পিয়ন দল ৫ লক্ষ এবং রানার্স ৩ লক্ষ টাকা পাবে।"
No comments:
Post a Comment